আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান নিক্সন চৌধুরীর মেয়ে নাজুরা মুজিব চৌধুরী এবার ভোটের মাঠে পা রাখলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে বাবার জন্য ভোটের মাঠে নেমেছেন তিনি।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া নিজ বাড়ির আঙিনায় নারী সমাবেশে ভোট চাইতে আসেন নাজুরা মুজিব।
সমাবেশে নিক্সন চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘আজকে থেকে আমার মেয়ে নাজুরা মুজিব চৌধুরীর রাজনীতিতে অভিষেক হলো। আমার মতো আমার মেয়েও সব সময় আপনাদের পাশে থাকবে। রাজনীতে তার হাতেখড়ি হলো। এখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু।’
তিনি আরও বলেন, ওর জন্য সবাই দোয়া করবেন। নাজুরা দেশের বাইরে পড়ালেখা করছে, ও যেন ডাক্তার হয়ে এসে আপনাদের সেবা করতে পারে। আমি এলাকায় যে হাসপাতাল বানাবো, সেই হাসপাতালে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার মানুষ বিনা পয়সায় চিকিৎসা নিতে পারবেন। ওই হাসপাতাল পরিচালনা করবে আমার মেয়ে।