রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষার্থীদের পূর্বের ইস্যু করা প্রাথমিক প্রবেশপত্রটি বাতিল করে পরীক্ষার্থীদের নতুন রোল নম্বর এবং প্রবেশপত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তাছাড়াও পরীক্ষার তারিখসমূহ অপরিবর্তিত থাকবে।
শুক্রবার (৭ মার্চ) সকালে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি উপকমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, ভর্তিচ্ছুরা তাদের প্রদত্ত প্রথম পছন্দের কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন। ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ শিফটে অনুষ্ঠিত হবে। ১ম শিফট সকাল ১১ থেকে ১২টা পর্যন্ত এবং ২য় শিফট দুপুর ২ টা ৩০মিনিট থেকে বিকেল ৩টা ৩০মিনিট পর্যন্ত। আর ‘বি’ ইউনিটের পরীক্ষা শুধু মাত্র ১ শিফটে অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
উল্লেখ্য, আগামী ১২ এপ্রিলে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা৷ ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা হবে ১৯ এপ্রিল এবং ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল।