রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) সায়েন্স ক্লাবের আয়োজনে অষ্টম বারের মতো শুরু হলো আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা-২০২৪। তিন দিনব্যাপী এই বিজ্ঞান উৎসব বিশ্ববিদ্যালয়ের শহিদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) সহ মোট ৭টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে, যা চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।
শনিবার (১লা ফেব্রুয়ারি) সকাল দশটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে( টিএসসি) মেলার আনুষ্ঠানিক উদ্বােধন করেন রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব ।
উদ্বোধনের পর উপাচার্য ফিয়েস্টায় অংশগ্রহণ করা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে তাদের প্রজেক্ট নিয়ে কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান । এছাড়া সেখানে ক্লাবের উপদেষ্টামন্ডলী এবং সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন স্টল পরিদর্শন শেষে উপাচার্য বলেন, এটি খুবই ভালো এবং ইনােভেটিভ উদ্যোগ। সত্যিকার অর্থে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান চর্চার যে স্পৃহা সেটা বাড়িয়ে দেওয়ার ব্যাপারে সায়েন্স ক্লাব অনেক ভূমিকা পালন করেছে এবং আমি আশা করি সামনে আরো বড় ধরনের ভূমিকা পালন করবে৷
উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈকত এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মাসুদ।
তিন দিনব্যাপী এই উৎসবটি গতকাল ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ইতোমধ্যে উৎসবের বিভিন্ন ইভেন্ট ও কার্যক্রম শুরু হয়ে গেছে, যা অংশগ্রহণকারী ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
এই বছর অষ্টম সায়েন্স ফিয়েস্টায় মোট ১৩টি ইভেন্ট রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো সায়েন্স অলিম্পিয়াড, সায়েন্টিফিক পেইন্টিং কম্পিটিশন, সায়েন্টিফিক স্টোরি রাইটিং কম্পিটিশন, রুবিক্স কিউব কম্পিটিশন, কেইস সলভিং, চেজ কম্পিটিশন, ফটোগ্রাফি কনটেস্ট, মোবাইল অ্যাপ আইডিয়া কম্পিটিশন, প্রজেক্ট শো কম্পিটিশন, পোস্টার প্রেজেন্টেশন, এআই-বেজড বিজনেস আইডিয়া কম্পিটিশন, ওয়াল ম্যাগাজিন( দেয়ালিকা) এবং সায়েন্টিফিক ডিবেট। এছাড়াও, অংশগ্রহণকারী ও দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে বিভিন্ন ধরনের গেম ইভেন্ট । সেইসাথে বোম্বে সুইটস এর পক্ষ থেকে ফ্রি স্ন্যাকস।
দীন ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়