চার বছরের বিরতির পর বড় পর্দায় ফিরে বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান আবারও নিজের শক্তি প্রমাণ করেছেন। পরপর সুপারহিট সিনেমা ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’ দিয়ে গেল বছরটিকে নিজের করে নিয়েছিলেন তিনি। এই ধারাবাহিক সাফল্যের পর থেকেই তার পরবর্তী সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
গত বছরের শেষের দিকে শোনা গিয়েছিল যে, সুজয় ঘোষের নতুন ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখকে। কিন্তু পরে জানা যায়, শাহরুখ অতিথি চরিত্রে নয়, বরং সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এবার শাহরুখ নিজেই নিশ্চিত করলেন তার এই নতুন সিনেমার খবর।
শুক্রবার (৯ আগস্ট) সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ৭৭তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের চলচ্চিত্রে অবদানের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ ‘পারদো আল্লা ক্যারিয়েরা’ পুরস্কার পান শাহরুখ খান। এই অনুষ্ঠানে তিনি সুজয় ঘোষের ‘কিং’ সিনেমায় তার অভিনয়ের কথা জানান। শাহরুখ বলেন, “আমি ‘কিং’ নামে একটি সিনেমায় কাজ করছি। সিনেমাটির জন্য আমি ওজন কমিয়েছি, যাতে অ্যাকশন দৃশ্যের সময় কোনো দুর্বলতা প্রকাশ না পায়।”
এই সিনেমাটি শাহরুখের জন্য আরও বিশেষ একটি কারণে গুরুত্বপূর্ণ। কারণ, এতে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খানও।
এছাড়া, জানা গেছে, সিনেমাটিতে খল চরিত্রে থাকছেন অভিষেক বচ্চন। তবে শাহরুখ-ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, সিনেমাটি চলতি বছর মুক্তি পাবে না। ‘কিং’ সিনেমায় ‘রাজা’ শাহরুখকে দেখতে দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
এমএ//