রাণীক্ষেত রোগের টেকসই নিয়ন্ত্রণের মাধ্যমে দেশে গ্রামীণ মুরগি উৎপাদন বৃদ্ধির লক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এক গবেষণা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমন্বিত উদ্যোগে ‘রাণীক্ষেত রোগের টেকসই নিয়ন্ত্রণের ভিত্তিতে বাংলাদেশে গ্রামীণ মুরগির উৎপাদন উন্নতকরণের জন্য অংশগ্রহণমূলক কর্ম গবেষণা’ শীর্ষক এই প্রকল্পের গবেষণাকর্ম আগামী চার বছর পরিচালিত হবে। সমঝোতাপত্রে রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব ও হেইফার ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নুরুন নাহার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
স্বাক্ষরকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক খন্দকার মোহাম্মদ মোজাফ্ফর হোসেন, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদুর রহিম, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার, ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক মোইজুর রহমান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবরিনা নাজ, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক অধ্যাপক মো. আতিকুল ইসলাম এবং হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ কান্ট্রি অফিসের কর্মকর্তাবৃন্দ।