ফের অস্থির সারাদেশে পেঁয়াজের বাজার। ভারতের পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। রাতের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়ে কেজি প্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকায়। আর ভারতীয়টার দামও দুশো’ ছুঁয়েছে।
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা আগামী মার্চ পর্যন্ত বাড়ানোর খবরে পণ্যটির দাম বাড়াতে শুরু করেছেন ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার রাতেই কেজিতে ২০-৪০ টাকা দাম বাড়ানো হয়। এরপর আজ শনিবার সকাল থেকে পেঁয়াজের বাজারে রীতিমতো আগুন লেগেছে। দুপুরের পরে দেশের কোথাও কোথাও পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা। ঢাকাসহ বিভিন্ন জেলায় খোঁজ নিয়ে দেখা গেছে, মুহূর্তেই বেড়ে যাচ্ছে পেঁয়াজের দাম।
আজ শনিবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীতে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ টাকায়, যা একদিন আগেই ছিল ১৪০ টাকা। আজ সকালে আমদানি করা বা ভারতীয় পেঁয়াজের দাম কেজি প্রতি বেড়ে হয়েছে ২০০ টাকা, যা শুক্রবার বিক্রি হয়েছে ১২০-১৪০ টাকায়। অথচ গত ১৫ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি আলু ৩৫-৩৬ টাকা, দেশি পেঁয়াজ ৬৪-৬৫ টাকা এবং প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দেয়।
খুচরা বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, ভারত রপ্তানি বন্ধের কারণে এক শ্রেণির অসৎ ব্যবসায়ী এর সুযোগ নিচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, আমাদের বেশি দাম দিয়ে কিনতে হয় তাই বেশি দামে বিক্রি করি। তবে আগামী দু-একদিনের মধ্যে আরো এক দফা বাড়তে পারে পেঁয়াজের দাম।