উজানের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও সাম্প্রতিক প্রবল বৃষ্টির কারণে দেশের ১১ জেলার ৭৭ উপজেলা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় জানানো হয়, আজ বিকেল ৩টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৭ দশমিক ৬৬ ফুট এমএসএল (Mean Sea Level) এ পৌঁছেছে, যা বিপৎসীমার কাছাকাছি। ফলে বন্যা নিয়ন্ত্রণে আজ রাত ১০টায় স্পিলওয়ের ১৬টি গেট ছয় ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু হবে। এতে নয় হাজার সিএফএস (Cubic Feet per Second) পানি নিষ্কাশিত হবে।
এছাড়া, বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেড়ে গেলে, অর্থাৎ পানির লেভেল অস্বাভাবিকভাবে বাড়লে, স্পিলওয়ে গেট খোলার পরিমাণ ধাপে ধাপে বাড়ানো হবে। বর্তমানে পাঁচটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের কারণে ৩২ হাজার সিএফএস পানি নিষ্কাশিত হচ্ছে।
এমএ//