চট্টগ্রাম নগরের বেশিরভাগ দোকানে এক রাতের ব্যবধানে বেড়েছে মুরগির দাম। প্রতিকেজিতে একশ টাকা পর্যন্ত বেড়েছে দেশি, ব্রয়লার ও সোনালি মুরগির দাম। পণ্যের সহনশীল দাম নির্ধারণের জন্য জেলা প্রশাসনের সাহায্য চেয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
চট্টগ্রাম জেলা প্রশাসক জানিয়েছেন, ভোগ্যপণ্যের বাজার মনিটরিংয়ে কাজ করছে জেলা প্রশাসনের বিশেষ টিম।
গত শুক্রবার মুরগির দোকানে দেশি মুরগি প্রতিকেজি ৫৭০, ব্রয়লার মুরগি প্রতিকেজি ১৯০ ও সোনালি মুরগি প্রতিকেজি ৩৩০ টাকায় বিক্রি হয়েছে। অথচ বৃহস্পতিবার দেশি মুরগি প্রতিকেজি ৪৮০, ব্রয়লার মুরগি ১৭০ ও সোনালি মুরগি ২৬০ টাকা ছিল। মুরগি কিনতে এসে খালি হাতে ফিরছিলেন ক্রেতারা।
চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ব্যবসায়ীরা প্রায় সময় চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্যহীনতার অজুহাত দেখিয়ে দাম বাড়িয়ে দেয়। এবারও ভোক্তার পকেট কাটতে নতুন বাহানা তৈরি করেছে তারা। জেলা প্রশাসন ব্যবস্থা না নিলে কষ্টে পড়তে হবে ভোক্তাদের।
“কোনো দোকানি অন্যায়ভাবে পণ্যের দাম বাড়ালে তা বরদাস্ত করা হবে না। আশা করি সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা ছাড় পাবে না বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।”