দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার বিরুদ্ধে রাধা-কৃষ্ণের প্রেমকে বিকৃতভাবে উপস্থাপন করার অভিযোগ উঠেছে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। সম্প্রতি এক পোশাক ব্র্যান্ডের জন্য রাধা সেজে বিশেষ একটি ফটোশুট করেন তামান্না, যা জন্মাষ্টমী উপলক্ষে প্রকাশিত হয়। ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই বিতর্কের ঝড় ওঠে।
ছবিগুলোর কিছুতে তামান্নাকে আবেদনময়ী ভঙ্গিতে দেখা গেছে, আবার কিছু ছবিতে তাকে কৃষ্ণের প্রেমে মগ্ন ‘রাধা’র ভূমিকায় দেখা গেছে।
প্রিয় অভিনেত্রীকে এমন রূপে দেখে কিছু নেটিজেন প্রশংসা করলেও, বেশিরভাগই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তাদের অভিযোগ, তামান্নার এই ফটোশুট যৌন উসকানিমূলক এবং রাধা চরিত্রের জন্য উপযুক্ত নয়। খোলামেলা পোশাক পরে রাধা সাজা ঠিক হয়নি বলেও তাদের মতামত।
অভিযোগকারীরা একটি বিবৃতিতে বলেছেন, “পণ্য বিক্রির জন্য রাধা-কৃষ্ণের পবিত্র সম্পর্ককে যৌনতার সাথে মিশিয়ে দেখাবেন না! এত স্পর্ধা কোথা থেকে আসে আপনাদের?”
এদিকে, তামান্নার জনপ্রিয়তা অন্যান্য কাজের মাধ্যমে বেড়েই চলেছে। ‘স্ত্রী ২’ সিনেমার গান ‘আজ কি রাত’-এ তার নাচ দর্শকদের মন জয় করেছে এবং গানটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ছবিটি বক্স অফিসে ভালো করেছে, জন আব্রাহামের সঙ্গে অভিনীত ‘বেদা’ সিনেমাটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি।