রোববার (১৭ ডিসেম্বর) ডুনেডিনে বাংলাদেশকে ২৪৫ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। জবাব ব্যাট করতে নেমে অ্যাডাম মিলনের করা প্রথম ওভারেই ফিরে গেলেন সৌম্য। ওভারের প্রথম বলটি ওয়াইড দিয়ে শুরু করার পর। টানা তিন বলে আউট সুইং করিয়ে সৌম্যকে ভড়কে দেন তিনি। এরপর চতুর্থ বলে খোঁচা মেরে সেকেন্ড স্লিপে ধরা পড়েন সৌম্য। তখনও রানের খাতাই খুলতে পারেননি তিনি।
এই মুহূর্তে ক্রিজে এসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় ১ রানে সৌম্য সরকারের বিদায়ের পর ৪৬ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছিলেন বিজয়-শান্ত। কিন্তু এমন সময়ে রীতিমতো আত্মহত্যা করলেন টাইগার কাণ্ডারি শান্ত। স্পিন বল আনতেই ধৈর্য হারালেন তিনি। সোধির বলে কী ভেবে রিভার্স সুইপ খেলতে গেলেন, সেটা তিনিই জানেন। বলের লাইন মিস করে সরাসরি বোল্ড টাইগার কাণ্ডারি। ১৩ বলে ২ চারে ১৫ রান করেন তিনি।