রাবি প্রতিনিধি :
রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
সমাবেশে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘ নির্বাচন আসলেই বিএনপি-জামায়াত বাংলাদেশের জনগনের জান-মালের ক্ষতি করার মত ঘৃণিত ষড়যন্ত্রে লিপ্ত হয়। জনগন বিএনপি কে বয়কট করেছে, নির্বাচন করে ক্ষমতায় আসতে পারবে না জন্যই তাদের এই হরতাল অবরোধের নামে নৈরাজ্য তৈরির চেষ্টা। বিএনপি-জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপচেষ্টা রাজপথেই মোকাবেলা করা হবে। আর এই সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ অতন্দ্র প্রহরী হয়ে রাজপথে থাকবে।’