রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এমপাওয়ারিং ইয়ুথ ফর ইকোনমিক রেভোলিউশন: রিফ্লেক্টিং অন দ্য পাস্ট টু সিকিউর দ্য ফিউচার জাতীয় সেমিনার শুরু হবে আগামী ২০ জুলাই(রবিবার) । ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হবে।
আজ বৃহস্পতিবার (৩জুলাই) এক সংবাদ সম্মেলনে আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড.আবু রেজা এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে অধ্যাপক আবু রেজা বলেন, এবার ‘উচ্চশিক্ষিত বেকার নয়, উচ্চশিক্ষিত জনশক্তি’ এই স্লোগানকে সামনে রেখে সেমিনারের আয়োজন করা হচ্ছে। যার মূল লক্ষ্য হলো দেশের বিপুল সংখ্যক শিক্ষিত বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবিলা করে শিক্ষার্থীদের বাণিজ্য ও শিল্পায়নের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান সৃষ্টিতে উদ্বুদ্ধ করা।
তিনি বলেন, সেমিনারে অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ৪ জুলাই ২০২৫ এবং শেষ হবে ১০ জুলাই ২০২৫ রাত ১২টায়। অগ্রাধিকারের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬০০ জন শিক্ষার্থী ও ২০০ জন শিক্ষক রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি ২৫০/- টাকা এবং শিক্ষকদের জন্য ৫০০/- টাকা। অনলাইনে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।