রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও অথোরিটি (ডিন-সিন্ডিকেট) নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বিরতিহীনভাবে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
নির্বাচনের বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির নির্বাচন কমিশনার অধ্যাপক সৈয়দ এম এ ছালাম বলেন, এবারের শিক্ষক সমিতির নির্বাচনে এক হাজার ২৯ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। সকাল ৯টা থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। আশা করি, সবাই সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ডিন-সিন্ডিকেট নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক আব্দুস সালাম বলেন, ডিন এবং সিন্ডিকেটের নির্বাচনে ৯৬৪ জন শিক্ষক ভোট প্রয়োগ করবেন। শিক্ষক সমিতির ভোট সব সময় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না।
নির্বাচনে দুটি প্যানেলে শিক্ষকেরা অংশ নিচ্ছেন। প্যানেল দুটি হলো মুক্তিযুদ্ধের চেতনায় ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেল) এবং বিএনপি ও জামায়াত–সমর্থিত জাতীয়তাবাদী ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক ফোরাম (সাদা প্যানেল)। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন একাধিক শিক্ষক। তবে নির্বাচন বর্জন করেছে সাদা দলের একাংশ।
হলুদ এবং সাদা দল সূত্রে জানা যায়, হলুদ দল থেকে শিক্ষক সমিতির সভাপতি পদে নির্বাচন করছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক হবিবুর রহমানকে এবং সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর ওমর ফারুক সরকার। অন্যদিকে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে সাদা প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করছেন ফোকলোর বিভাগের অধ্যাপক আখতার হোসেন এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী অধ্যাপক সাবিরুজ্জামান (সুজা)। এছাড়া হলুদ দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সৈয়দ আল মামুন চৌধুরী।
সিন্ডিকেট নির্বাচনে হলুদ দলের প্রার্থীরা হলেন, সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ মাহমুদুল হাসান টুটুল, রসায়ন বিভাগের অধ্যাপক হাসান মাহমুদ, সহযোগী অধ্যাপক খালিদ বিন ফেরদৌস (ডিউক), ব্যাংকিং অ্যান্ড ইন্সুইরেন্স বিভাগের সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম নিরব এবং পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক রিজু আহমেদ। অপরদিকে সাদা প্যানেলের সিন্ডিকেট সদস্য পদপ্রার্থী অধ্যাপক সাইফুল ইসলাম ফারুকী এবং সহযোগী অধ্যাপক সামিউল ইসলাম।
অন্যদিকে সিন্ডিকেট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, রহমতুন্নেছা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক হাসনা হেনা, অধ্যাপক মাহমুদুর রহমান, ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সোলাইমান চৌধুরী, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক তানজিল ভূঞা।
ডিন পদে হলুদ প্যানেলের প্রার্থী- অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ (আইন), অধ্যাপক মিজানুর রহমান খান (কলা), অধ্যাপক নাসিমা আখতার (বিজ্ঞান), অধ্যাপক বিমল কুমার প্রামাণিক (প্রকৌশল), অধ্যাপক এ..এস.এম. কামরুজ্জামান (বিজনেস স্টাডিজ), অধ্যাপক এস.এম. একরাম উল্লাহ (সামাজিক বিজ্ঞান), অধ্যাপক যুগল কুমার সরকার (কৃষি), অধ্যাপক মোস্তফা শরিফ আনোয়ার (চারুকলা), অধ্যাপক মজিবুল হক আজাদ খান (জীববিজ্ঞান), অধ্যাপক এ.এইচ.এম. সেলিম রেজা (ভূ-বিজ্ঞান), অধ্যাপক আবদুস সামাদ (ফিসারিজ) ও অধ্যাপক জালাল উদ্দিন সরদার ভেটেরেনারী সায়েন্স)।
অন্যদিকে ডিন পদে সাদা প্যানেলের প্রার্থী- কলা অনুষদের ড. মোহাম্মদ বেলাল হোসেন, কৃষি অনুষদ ড. মো. কাওছার আলী, বিজ্ঞান অনুষদ ড. মো. মতিয়ার রহমান, প্রকৌশল অনুষদ ড. মো. আনোয়ারুল কবীর ভূঁইয়া, বিজনেস স্টাডিজ অনুষদ ড. এ.কে.এম. গোলাম রব্বানী মন্ডল, জীববিজ্ঞান অনুষদ ড. মো. গোলাম মোর্তুজা, সামাজিক বিজ্ঞান অনুষদ ড. মোস্তফা কামাল আকন্দ, ভূ-বিজ্ঞান অনুষদ ড. খোন্দকার ইমামুল হক, ফিশারীজ অনুষদ এবং ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডল, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদ ড. খন্দকার মো. মোজাফফর হোসেন।
এছাড়া ডিন পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন অধ্যাপক আমিনুল ইসলাম, অধ্যাপক আমিনুল হক, অধ্যাপক আরিফুর রহমান, অধ্যাপক রোকনুজ্জামান, অধ্যাপক ফজলুল করিম, অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক রাইসুল ইসলাম।
মীর কাদির
রাজশাহী বিশ্ববিদ্যালয়