রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী চত্বরে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এই আয়োজনের উদ্বোধন করেন।
প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত আলোকচিত্র প্রদর্শনী চলবে।
‘স্টোরি অ্যারাউন্ড সিইং বেয়ন্ড আইস’ শিরোনামে অনুষ্ঠিতব্য এই প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবির এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমান প্রামাণিক।
আয়োজক সূত্রে জানা যায়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী এবং শিক্ষকদের ধারণকৃত প্রায় ৫০ টি আলোকচিত্র নিয়ে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
প্রদর্শনী দেখতে আসা আইন বিভাগের শিক্ষার্থী ফাহির আমিন বলেন, ছবিগুলো আমাদের প্রকৃতিরই একেকটা অংশের পরিচয় বহন করে। আনাদের চারপাশেরই না জানা অনেক কথা তুলে ধরে। সবার দৃষ্টির অগোচরে থাকা অনেক মানবিক গল্পের পরিচয় বহন করে। সেই একেকটা ছবির পেছনে যারা এত পরিশ্রম করেছে তারাও প্রশংসার দাবিদার।
প্রদর্শনী আয়োজক কমিটির আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ হিল বাকী বলেন, আলোকচিত্র প্রদর্শনীটি প্রকৃতির সাথে ঘনিষ্ঠভাবে মানবজীবনে আলোকপাত করবে। মানুষের সংগ্রাম-সম্ভাবনা, প্রকৃতি পরিবেশের গল্প বলবে।
মীর কাদির
রাজশাহী বিশ্ববিদ্যালয়