রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবীনদের বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সম্মাদ্দার ছাত্র শিক্ষক মিলনায়তনে বিকাল ৫ টায় নবীনদের বরণ করেন রিসার্চ সোসাইটি।
সোসাইটির চতুর্থ প্রজন্মের এই নবীনবরণে রিসার্চ সোসাইটির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা.মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ড ফ্লোরা তাঁর বক্তব্যে করোনা সময়কালীন সময়ের বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন, দেশে উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন অনেক মেধা রয়েছে। তাদের যথোপযুক্ত সুযোগ সুবিধা দেয়া হলে দেশের গবেষণা খাত অনেক সমৃদ্ধ হবে। আজকের রিসার্চ সোসাইটির এই নবীনবরণে নবীনরা গবেষণায় অনেক অবদান রাখবে বলে আমি প্রত্যাশা রাখবো।
এসময় অধ্যাপক হাবিবুর রহমান বলেন, আমরা যারা রাবির এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের সাথে সময় কাটাই তারা মাঝে মাঝেই আমাদের শিক্ষার্থীদের মেধা এবং উদ্ভাবনী শক্তি দেখে আপ্লুত হয়ে যায়। আমাদের শিক্ষার্থীদের মাঝে দারুণ সম্ভাবনা রয়েছে।
এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। তবে বিশেষ কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় উপাচার্যের পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন অধ্যাপক হাবিবুর রহমান। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা.ইমতিয়াজ হাসান এবং অধ্যাপক হাবিবুর রহমান।
দীন ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়