রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন শহীদ এএইচএম কামারুজ্জামান হলের ছাদ ধসে পরার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্তত ৯জন নির্মাণ শ্রমিক আহতের খবর পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক জানান, ছাদ ধসের ঘটনায় ৯জন আহতের খবর জেনেছি। এর মাঝে চারজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরেছে আর বাকি দুজন অপেক্ষাকৃত কম আহত হয়েছে।
দুর্ঘটনা কেন হতে পারে এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর বলেন, এটা আসলে কেন হয়েছে তা এই মুহুর্তে বলা যাচ্ছে না।
এদিকে ঘটনাস্থলে উদ্ধারকাজ চলমান রয়েছে, নির্মাণ শ্রমিকদের অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের দুয়েকজনকে পাচ্ছেন না তারা। এখন তারা নিচে চাপা পরেছেন কিনা সেটিও নিশ্চিত নন বলে জানিয়েছেন তারা। বিস্তারিত আসছে…
দীন ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়