রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বরিশাল ডিভিশন স্টুডেন্টস ফোরাম (বিডিএসএফ)-এর ২০২৪ কার্যনির্বাহী কমিটি ঘোষিত হয়েছে। এতে ফাইন্যান্স বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. সজীব সরদারকে সভাপতি ও আরবি বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী মোঃ মারুফ হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ফেব্রুয়ারি ) রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সদ্য বিদায়ী সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে আরো রয়েছেন
সহ-সভাপতি মো এ আর রাফি, যুগ্ন-সাধারণ সম্পাদক মো জান্নাত হাওলাদার,সাংগঠনিক সম্পাদক নাজিয়া মেহজাবিন মিলা।
আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ।
এছাড়াও উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রফেসর ড. মোঃ সায়েদুজ্জামান (হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ),
চেয়ারম্যান ও প্রফেসর মোঃ মাহমুদুর রহমান (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), বিগত কমিটির সভাপতি মোঃ ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক সূচনা দাস।
দীন ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়