রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) অচলাবস্থা নিরসন ও ভিসি নিয়োগের মাধ্যমে ক্লাস পরীক্ষা চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। ২৫(আগস্ট) রবিবার দুপুর ২টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা তাদের হাতে প্লেকার্ডে বিভিন্ন বিষয় তুলে ধরে। প্লেকার্ডে লেখা ছিলো ২৪ঘন্টায় ভিসি চাই,প্রশাসনিক অচলবস্থার দ্রু নিরসন চাই।,দ্রুত ভিসি নিয়োগ চাই,চার বছর কেন ৬বছর,সেশনজট নিরসন চাই,ক্যাম্পাসে দ্রুত প্রশাসন ফেরত চাই,ক্যাম্পাসের প্রাণ ফিরুক,ক্যাম্পাসে প্রাণ ফিরুক দ্রুত,যথাশীঘ্র ক্লাস পরীক্ষা চাই,দ্রুত ক্লাস পরীক্ষা চালু চাই।
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয় কর্মকার বলেন,২০১৯ সালের করোনা মহামারীর জন্য আমাদের শিক্ষা-কার্যক্রম প্রায় ২ বছর বন্ধ ছিলো। প্রশাসন থেকে আমাদের বলা হয়েছিল, যে জটটা হয়েছে তা নিরসনে তারা কাজ করবে। কিন্তু পরবর্তীতে সেরকম কোনো পদক্ষেপই আমরা দেখতে পায়নি। এখন যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে যে গত জুলাই মাস থেকে শিক্ষকদের আন্দোলন ও কোটা আন্দোলন সব মিলিয়ে ৪ মাস আমরা অচলাবস্থায় পড়ে আছি। আমাদের অনেকে অনার্স-মাস্টার্স এ আছে যাদের বাহিরে যাওয়ার জন্য ভিসা হয়ে আছে আবার অনেকের চাকরি হয়ে গেছে।কিন্তু ভিসি নিয়োগ না থাকার কারণে আমরা সার্টিফিকেট পাচ্ছিনা।এজন্য আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব ভিসি নিয়োগ দিয়ে যত প্রশাসনিক বডি আছে তা নিয়োগের মাধ্যমে ক্লাস-পরীক্ষাসহ যত ধরনের একাডেমিক কার্যক্রম আছে তা দ্রুত শুরুর দাবিতেই আমাদের আজকের অবস্থান কর্মসূচি।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (১৮-১৯) শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফেরদাউজ্জামান বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয় পুড়াই অচলাবস্থা। আমরা আজকে এখানে এসেছি কারণ আমরা ইতিমধ্যে ২বছর ধরে সেশনজটে পরে আছি। আমাদের ৪ বছরে অর্থাৎ ২০২২ এ অনার্স শেষ হওয়ার কথা কিন্তু এখন ২০২৪। আমাদের দাবি হলো খুব দ্রুত যেন ভিসি নিয়োগ হয় এবং আমাদের শিক্ষা-কার্যক্রম দ্রুত চালু হয়।
দীন/এমএ//