রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল বাম সংগঠনগুলো।বৃহস্পতিবার(২২আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাবি পরিবহন মার্কেট থেকে মিছিল শুরু করে প্যারিস রোড হয়ে জোহা চত্বরে এসে তাদের কর্মসূচি শেষ হয়।
ছাত্র ইউনিয়নের যুগ্ম আহবায়ক রাকিব হোসেন বলেন,ভারতীয় আগ্রাসন দীর্ঘদিন ধরেই চলে আসছে।আমরা দেখছি বাংলাদেশের ভূখণ্ড দিয়ে রেললাইন নেওয়ার জন্য খুনি হাসিনার সাথে যে চুক্তি হয়েছিল তা অবিলম্বে বাতিল চাই। ইন্ডিয়ার যে মোদি মুসলমানদের উপর গণহত্যা চালিয়েছে তা দ্বারা বুঝা যায় সে খুনি। ভারতীয় বাধ খুলে দেওয়ায় বাংলাদেশে বর্তমান যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেজন্য অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সে যেন ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সেই আহবান জানাই।
আনদোলনের সাধারণ শিক্ষার্থী তারেক শাহরিয়ার বলেন,আজকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে বিদ্রোহ তা অত্যন্ত ন্যায়সংগত। ভারতীয় উজানের যে নদীগুলো রয়েছে সেখানে তারা বাধ নির্মাণ করে রেখেছে। আজকের এই দুর্ভোগ ভারতের এই বাধ গুলোর জন্যই সৃষ্টি হচ্ছে।আমাদের বিদ্রোহ ভারতের জনগণের বিরুদ্ধে নয়,আমাদের বিদ্রোহ দিল্লির অই মোদি সরকারের বিরুদ্ধে।
আরেক শিক্ষার্থী নাইম বলেন,আজকের এই বন্যা বাংলাদেশের ইতিহাসে আগে হয়েছে কিনা সন্দেহ। এর দায়বার ইন্ডিয়া সরাতে পারবেনা।বাধগুলো খুলে দিয়ে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি করেছে তার জন্য ইন্ডিয়া অবশ্যই দায়ী।বাংলাদেশের যে আন্তর্জাতিক নদীগুলো রয়েছে সেগুলোর সাথে ইন্ডিয়া সম্পৃক্ত। আর তারা সেই নদীগুলোতে বাধ নির্মাণ করে রেখেছে।আর এগুলো করার সুযোগ পেয়েছিল কারণ আমাদের স্বৈরাচারী সরকার ছিলো ভারতের নতজানু সরকার।এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি।কিন্তু তারা জানেনা বাংলার জনতা,বাংলাদেশের ছাত্রসমাজ এগুলো মেনে নিবেনা। যদি চুক্তিগুলো বাতিল না করা হয় তাহলে এই ছাত্রসমাজ আবার রাজপথে নামবে।