রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘শৈত্যোৎসব ও পিঠাপুলি’।
দ্বিতীয়বারের মতো ‘শীতের আমেজে পিঠার গন্ধে, বাউল মাতে মন আনন্দে’ প্রতিপাদ্যে উৎসবটি আয়োজন করছে ক্যাম্পাসের খ্যাতনামা গানের দল ‘ক্যাম্পাস বাউলিয়ানা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) থেকে শুরু হয়ে এ উৎসব (আগামী ১ ও ২ ফেব্রুয়ারী) দুই দিনব্যাপী শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
আজ বুধবার(৩১ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ-সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানায় ক্যাম্পাস বাউলিয়ানার সদস্য কে.এস.কে হৃদয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, শীত আবেশে নানা রকম পিঠা মানুষকে প্রাণোচ্ছল করে। আপনাদের ভালোবাসায় সিক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় এর গানের দল ‘ক্যাম্পাস বাউলিয়ানা’ সেই উচ্ছলতাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে বিগত কয়েক বছর ধরে। ক্যাম্পাস বাউলিয়ানা সবসময় মূল ধারার গান কে ভালোবাসে, লোকগান কে নান্দনিক রূপ দিতে চেষ্টা করে। সুর-তাল-লয় যোগে এই পথচলাকে সবার মাঝে ছড়িয়ে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো আয়োজন করছে দুই দিনব্যাপী ‘শৈত্যোৎসব ও পিঠা-পুলি, ১৪৩০ বঙাব্দ।’
সম্মেলনে আরো বলা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্যাম্পাস বাউলিয়ানার পাশাপাশি অনেস্বর, টং এর গান, লালন কন্যা মীম সহ তীর্থক নাটক, উদীচি, গোল্ড বাংলাদেশ এর মতো ব্যান্ডদল ও সংগঠনগুলোর লোকগান, বাউল গান, নাটক, কবিতা আবৃত্তি, বিতর্কের আয়োজন থাকবে। পিঠা উৎসবে বিভিন্ন রঙ-বেরঙ এর পিঠার দোকান বসবে বলে জানানো হয়।
আগামীকাল বিকাল ৪ টায় উৎসবটি উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এছাড়াও উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত থাকবেন।
দীন ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়