রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথম বর্ষের স্থগিত হওয়া ভর্তি কার্যক্রম খুব দ্রুতই শেষ করে তাদের ক্লাস চালু করা ও আগামী রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম যথারীতি চালু থাকবে।
মঙ্গলবার(৩ সেপ্টেম্বর) কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রমাণিকের আহ্বানে ডীনদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত হয়।
স্নাতক প্রথমবর্ষে ক্লাস শুরুর বিষয়ে ব্যবসা অনুষদের অধিকর্তা অধ্যাপক আ স ম কামরুজ্জামান বলেন, আগামী রবিবার থেকে স্নাতক প্রথমবর্ষের স্থগিত ভর্তি কার্যক্রম শুরু হবে।
কয়েকদিনের মধ্যে এ কার্যক্রম শেষ করেই নবীনদের ক্লাস শুরু করা হবে। আশা করি, ১৫ সেপ্টেম্বরের মধ্যে এটা সম্ভব হবে।
গত ৫ই আগস্ট সরকার পতনের পর বিশ্ববিদ্যালয়ের ৯০জন কর্মকর্তা পদত্যাগ করায় এক অচলাবস্থা সৃষ্টি হয়। সকল বিভাগের ক্লাস পরীক্ষা স্থগিত হয়ে পড়ে।
এছাড়াও স্নাতক প্রথম বর্ষের ক্লাস ১লা জুলাই থেকে শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষকদের আন্দোলন ও কোটা আন্দোলনের ফলে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
দীন ইসলাম/আরএ