রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) স্থানীয় নাগরিকদের নিয়ে কনসালটেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
রাবিপ্রবি স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রাঙামাটির সহকারী পরিচালক মোঃ মুমিনুল ইসলাম।
আলোচনা সভার শুরুতে রাবিপ্রবি উপাচার্য আগত স্থানীয় নাগরিকদের ধন্যবাদ জানান৷ এসময় তিনি অত্র এলাকায় বিশ্ববিদ্যালয় হওয়ার সুবিধাসমূহ তুলে ধরেন। কিভাবে স্থানীয় জনগণ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উপকৃত হবে তা বিস্তারিত আলোচনা করেন।
পরবর্তীতে স্থানীয় নাগরিকদের পক্ষে কয়েকজন প্রতিনিধি বক্তব্য রাখেন। তারা প্রথমে এমন আলোচনা সভা আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তারা বিশ্ববিদ্যালয়ে জমি প্রদান করা অত্র এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তাদের প্রস্তাবনাগুলো তুলে ধরেন।
সবশেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা কাজে লাগানোর জন্য স্থানীয় নাগরিকদের প্রতি আহবান জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।