রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ষ্ঠ ব্যাচের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে “”সিয়াম সাধনার গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক সেমিনার এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২ এপ্রিল) সিএসই বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ১ এর সম্মেলন কক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, প্রক্টর(ভারপ্রাপ্ত) ড. নিখিল চাকমা, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডীন ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সূচনা আখতার, টূরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোসাঃ হাবিবা। এছাড়াও সিএসই বিভাগের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ধনীতা ত্রিপুরা, সহকারী অধ্যাপক মোঃ মাঈনুদ্দিন, প্রভাষক ঋষিতা চাকমা ও প্রভাষক মোঃ গোলাম মোস্তফা সুমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আহমেদ ইমতিয়াজ।
অনুষ্ঠানের শুরুতে “সিয়াম সাধনার গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক সেমিনার পরিচালনা করেন রাঙ্গামাটি তৈয়বিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আখতার হোসন চৌধুরী।
এছাড়াও ইফতার মাহফিলে সিএসই বিভাগের শিক্ষার্থীসহ ৩০ জন মাদরাসার এতিম শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্ব মুহুর্তে দেশ, জাতি, মুসলিম উম্মাসহ বিশ্ববাসীর কল্যান কামনা করে মোনাজাত করা হয়।