রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে ‘এই পদত্যাগ পত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন এবং মূলপদে যোগদানের অনুমতি দিয়েছেন।’
এর আগে গত ১৮ আগস্ট শিক্ষার্থীরা পদত্যাগের দাবি করায় রাতে বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে উদ্ভূত পরিস্থিতির কারণ দেখিয়ে উপ-উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেন তিনি।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. কাঞ্চন চাকমাকে ২০২২ সালের ৩০ জানুয়ারি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য, একই প্রজ্ঞাপনে রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলমের পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে উল্লেখ করা হয়েছে।