রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ছাত্রী হলের সহকারী প্রভোস্ট গৌরব চাকমা পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।
পদত্যাগপত্রে ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক গৌরব চাকমা উল্লেখ করেন, “বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অসংগতি নিয়ে যে সকল অভিযোগ ও আপত্তি তুলেছে তাতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যার কারণে এই মুহুর্তে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করা আমি নৈতিকভাবে সমীচীন মনে করছি না। এমতাবস্থায়, রাবিপ্রবির ছাত্রী হলের সহকারী প্রভোস্ট পদ থেকে আমি পদত্যাগ করছি।”
আয়নুল/রুশু//