রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার কে সন্ধ্যা ৬ টার মধ্যে পদত্যাগ করার আল্টিমেটাম দিয়েছেন রাবিপ্রবির সকল শিক্ষকবৃন্দ৷
আজ জরুরী ভিত্তিতে সকাল সাড়ে ১০ টায় রাবিপ্রবি শিক্ষক সমিতির উদ্যোগে এক আলোচনা সভায় বসেন শিক্ষকরা।
দীর্ঘ ২-৩ ঘন্টার আলোচনা সভা শেষে এক প্রেস কনফারেন্স এ রাবিপ্রবি শিক্ষকরা জানান, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জনাব প্রফেসর ড. সেলিনা আখতার এবং তাঁর স্বামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক অধ্যাপক জনাব রুহুল আমিন – এই বিশ্ববিদ্যালয় পরিচালনায় সীমাহীন দুর্নীতি, প্রত্যেক কমিটিতে নিজের পছন্দের লোক রাখা, ভিসির স্বামীর মতামত আমাদের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া, পক্ষপাতিত্ব করা,বিধি মোতাবেক প্রশাসনিক কাজ করতে বাঁধা প্রদান, শিক্ষকদের প্রতি কটু কথা,বাজে আচরণ, অযথা হয়রানি ও হুমকি দেয়া,খণ্ডকালীন শিক্ষক হিসেবে বিভিন্ন বিভাগীয় কোর্স সমূহ নিজের, নিজের স্বামীর ও নিজের পছন্দের মানুষকে দেয়ার জন্য চাপ প্রয়োগ করা,একাডেমিক কমিটির মতামতকে অগ্রাহ্য করে পরীক্ষা কমিটিতে বহিঃ সদস্য হিসেবে নিজের পছন্দের লোক রাখার জন্য চাপ প্রয়োগ করা এবং নিয়মবহির্ভূত ভাবে বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক কাজে অযথা হস্তক্ষেপ করে সকল শিক্ষকদের মাঝে চরম দ্বন্দ্ব ও বিভেদ তৈরি করেছেন। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটিতে বিভিন্ন পদে তাঁর স্বামীর অন্তর্ভুক্তি ও অনিয়ম নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে আমরা মনে করি। এই মর্মে রাবিপ্রবির সকল শিক্ষক আপনার উপর অনাস্থা জ্ঞাপন করছি।”
প্রেস কনফারেন্স এ আরো জানানো হয়,”উপর্যুক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যা ৬.০০ ঘটিকার মধ্যে উপাচার্যকে মতামত প্রদানপূর্বক ভাইস চ্যান্সেলর এবং রাবিপ্রবি স্থাপন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক এর পদ থেকে পদত্যাগ করতে হব। এবং উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখবেন।