রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে চলছে গণত্রাণ কর্মসূচি।শনিবার(২৪আগস্ট) বিকাল ৫টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা পর্যন্ত।
জানা গেছে রাজশাহীর বিভিন্ন মোড়,বাজার ও বিশ্ববিদ্যালয় হল থেকে কাপড়, নগদ অর্থ ও শুকনো খাবার সংগ্রহ করে গাড়িতে করে সিনেট ভবনে নিয়ে আসে।এখানে এগুলো প্রক্রিয়াজাত করে ট্রাকে করে বন্যা কবলিত এলাকায় আজ সন্ধ্যায় পাঠিয়ে দিবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, এই বন্যা একটা রাজনৈতিক বন্যা। এই বন্যা আমরা সম্মিলিত ভাবে প্রতিহত করছি।এটা শুধু ফেনী,নোয়াখালী ও কুমিল্লার না।এটা সারা বাংলাদেশের। আমরা সারা বাংলাদেশ মিলে এটা প্রতিহত করছি। এটা একটা বিপর্যয় আর এই বিপর্যয় মোকাবিলায় আমরা বাংলাদেশের জনতা প্রস্তুতি আছি।আজকের এই অর্থ,খাবার,জামাকাপড় বন্যা কবলিত এলাকার জন্য রাজশাহী বাসির উপহার, ভালোবাসা। আজ সন্ধ্যায় ট্রাকে করে এগুলো চলে যাবে বাকি যেগুলো আছে তা কাল পাঠিয়ে দেওয়া হবে।এগুলো হলো বন্যা কবলিত এলাকার জন্য আমাদের রাজশাহী বাসীর উপহার।
দীন/এমএ//