শহীদ হবিবুর রহমান হল, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর সাধারণ শিক্ষার্থী কর্তৃক জনসাধারণ এবং আবাসিক শিক্ষার্থীদের নিকট থেকে উত্তোলিত ১,১২,৭৪১ টাকা প্রফেসর ড. ইফতেখার আলম মাসুদ স্যার (আরবি বিভাগ, রাবি) এর নিকট হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে মসজিদ ভিত্তিক কালেকশন – ১,০২,০০১ টাকা। আবাসিক শিক্ষার্থীদের এক বেলা খাবার খরচ সমপরিমাণ অর্থ প্রদান কর্মসূচী থেকে ৯৭৪০ টাকা। অনলাইন (বিকাশ) এর মাধ্যমে ১০০০ টাকা মিলিয়ে সর্বমোট ১,১২,৭৪১ টাকা সংগ্রহ করেছে।
শিক্ষার্থী বলছেন, দেশের এই ক্লান্তিলগ্নে বন্যায় ভেসে যাচ্ছে গ্রামের পর গ্রাম। মানুষ অসহায় হয়ে পড়েছে। বাদ যাচ্ছে না অবলা পশুও। এমতাবস্থায় আমরা শহিদ হবিবুর হলের শিক্ষার্থীরা মানবিক সহায়তা চেয়ে তহবিল সংগ্রহ করে বানভাসিদের পাশে দাঁড়িয়েছি।
তারা সবাই কে বন্যাদুর্গতদের পাশে আমরা সবাই স্ব স্ব জায়গা থেকে এগিয়ে আসার আহবান জানান।
দীন/এমএ//