রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলে এক ছাত্রলীগ কর্মীকে বেধে স্বীকারোক্তি আদায় করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার(১৮ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আটককৃত ছাত্রলীগ কর্মীর নাম আল-আমিন।তার বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলায়। সে রাবি ছাত্রলীগের কোনো পোস্টে ছিলোনা কিন্তু উপজেলাতে পোস্টেড নেতা ছিলো।
সে ছাত্রলীগ নেতাদের কাছে শিক্ষার্থীদের তথ্য আদান-প্রদানের বাহক হিসেবে কাজ করতো।
তার স্বীকারোক্তি অনুযায়ী শহীদ হবিবুর রহমান হলের ছাত্রলীগ সভাপতি মমিন এর অপকর্ম উঠে আসে।সে বলে মমিন সিট বানিজ্য থেকে শুরু করে হলে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতো। ডাইনিং ও ক্যান্টিনে বাকি খেতো। সিট বানিজ্যে প্রতিটা সিটের জন্য ৫-১০ হাজার করে নিতো।এমনকি আমার কাছ থেকেও ২হাজার ৫০০ টাকা নিয়েছে। প্রায় সময়ই হলের ছাদের উপরে কয়েকজন মিলে নেশা জাতীয় দ্রব্য সেবন করতো।
দীন/এমএ//