ছাত্রীদের যৌন হয়রানী ও একাডেমিক অনিয়মের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনীর উদ্দিন আহমেদ ওরফে টোভেলকে একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে । আরেক শিক্ষককে অনুরূপ কাজকর্ম না করার ব্যাপারে লিখিত (মুচলেকা) দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, দুইজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিভাগে অভিযোগ জানিয়েছিল। তার প্রেক্ষীতে সোমবার (২৩ সেপ্টেম্বর) বিভাগের একাডেমিক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে আর ড. মুনির উদ্দিন আহমেদকে সাময়িকভাবে সকল একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং অধ্যাপক আমিরুল মোমেনিনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, ওই রকম কাজ উনি ভবিষ্যতে আর করবেননা, এই মর্মে একটা আনুষ্ঠানিক বিবৃতি (মুচলেকা) দিবেন ।
উল্লেখ্য , রাবির চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মুসতাক আহমেদকে ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলামকে সাময়িক অব্যাহতি দিয়েছে স্ব স্ব বিভাগ।