রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রশিবির। রোববার (৬জুলাই) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি শুরু করেন তাঁরা।
তাঁরা ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির ৭২ টি চারা রোপণ করেন।
এসময় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় ৭২টি চারা রোপন করব। সারা দেশে বাংলাদেশে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি।
সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন, আমরা ফলজ, ঔষধি গাছগুলো রোপণ করার পরিকল্পনা করেছি। যার মধ্যে জলপাই, সফেদা, করমচা, হরতকি, অর্জুন ও আমলকিসহ দেশের বিভিন্ন বিলুপ্ত গাছগুলো নিয়ে আসার চেষ্টা করছি।#
দীন ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়