রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব গণমাধ্যম প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা করেছেন । সেখানে রাবি ও রাজশাহী শহরে কর্মরত গণমাধ্যম প্রতিনিধিগণ অংশ নেন।
শনিবার ( ২৮ সেপ্টেম্বর) বিকেলে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ নির্মাণকাজে অনিয়ম, ক্যাম্পাসে রাজনীতির গুণগতমানের উন্নয়ন, রাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন, যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ, বিশ্ববিদ্যালয়ে সেশন জট নিরসন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা, আবাসিক হলগুলোতে আসন বণ্টন ও সেখানে খাবারের মান ইত্যাদি বিষয়ে প্রশ্ন করেন।
উত্তরে উপাচার্য জানান বিশ্ববিদ্যালয়ের কোনো নির্মাণ কাজ বা সংশ্লিষ্ট বিষয়ের অনিয়মের প্রশ্ন উত্থাপিত হলে তা যাচাই-বাছাই করে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্যাম্পাসে রাজনীতি প্রসঙ্গে উপাচার্য বলেন এখানে রাজনীতি হবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কল্যাণমুখী। এর লক্ষ্য ও গুণগত মান উন্নয়নের জন্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করতে আগ্রহী। রাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন বিভিন্ন কারণে গত ৩৪ বছর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নির্বাচন অনুষ্ঠানে বদ্ধ পরিকর এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এজন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনার উদ্যোগ গ্রহণ করেছে। যৌন হয়রানি ও নিপীড়ন বিষয়ে তিনি বলেন এসব বিষয়ে কোনো অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট সেলে জানানো যেতে পারে। এসব অভিযোগ নিষ্পত্তির জন্য বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত নীতিমালা রয়েছে। তার আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা যায়। বিশ্ববিদ্যালয়ের সেশন জট নিরসনের বিষয়ে তিনি বলেন রাবিতে বর্তমানে পাঠদান ও পরীক্ষায় সেমিস্টার পদ্ধতি চলছে। অনিবার্যকারণে যে সেশন জটের সৃষ্টি হয়েছে তা দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা প্রসঙ্গে তিনি জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ একাধিকবার চিকিৎসাধীন ছাত্রদের দেখতে গেছেন এবং ইতোমধ্যে অনেকই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। উপাচার্য আরো বলেন আবাসিক হলগুলোতে আসন বরাদ্দ বিধিবদ্ধ নিয়মে করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এছাড়া হলে খাবারের মান উন্নয়নের বিষয়েও কর্তৃপক্ষ হল প্রশাসনের সঙ্গে মিলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছে।
অনুষ্ঠিত এই মতবিনিময়কালে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. শেখ সা’দ আহমদ, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদারসহ বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।