রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন করেছে রাবি জয়পুরহাট জেলা সমিতির সদস্যরা। শনিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩ টায় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতের গাছ রোপন করে তারা।
এ সময় রাবি জয়পুরহাট জেলা সমিতির সভাপতি খায়রুল ইসলাম রানা বলেন, “চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে এবং ক্যাম্পাসকে সুরক্ষিত রাখতে আজকের এই কর্মসূচি।”
রাবি জয়পুরহাট জেলা সমিতির সাধারণ সম্পাদক সিয়াম আহমেদ অর্পন বলেন, আমরা প্রত্যশা করি গাছগুলো বড় হয়ে আমাদের পরবর্তী শিক্ষার্থীদের ফুল ও ফলের চাহিদা পূরণ করেবে এবং তীব্র তাপপ্রবাহ থেকে আমাদের রক্ষা করবে। দেশে বর্তমানে ১৭ শতাংশ বনায়ন রয়েছে, যেটি ২৫ শতাংশ প্রয়োজন। এই কর্মসূচি বাস্তবায়ন হলে দেশের বনায়ন এর পরিমাণ কিছুটা হলেও বাড়বে।
উল্লেখ্য, জয়পুরহাট জেলা সমিতি নবীন বরণ, প্রবীণ বিদায়, ফুটবল ও ক্রিকেট খেলা, ভুলকাভাত, ক্যারিয়ার বিষয়ক কর্মশালা, প্রতি রমজানে ইফতার মাহাফিল, পুনর্মিলন সহ নানা ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করে থাকে।
দীন ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়
০৬.০৭.২০২৪