রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) বনাম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রুয়েট) প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে শরীরচর্চা শিক্ষা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এতে ২-০ ব্যবধানে বিজয়ী হয়েছে রাবি।
সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
ক্রীড়া উপদেষ্টা বলেন, আমার পোর্টফোলিওর সাথে আসলে ক্রীড়া বিষয়টি যায়। আমাদের এই সরকারে তরুণরা যেমন আছে আবার প্রবীণরাও আছে। প্রবীণরা কিন্তু এক্ষেত্রে কোনোভাবেই তরুণদের থেকে পিছিয়ে নেই। প্রধান উপদেষ্টা একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, তিনি ক্রীড়া ব্যক্তিত্ব নন তবে ক্রীড়া ক্ষেত্রে তার একটা প্রভাব রয়েছে। তিনি পরপর দু’বার অলিম্পিক উদ্বোধন করেছেন। তিনি আমাদের স্পষ্টভাবে বলেছেন যে এই খেলার যে শক্তি আছে তা আমাদের মধ্যে উদ্দীপনা তৈরি করে।
এসময় তিনি আরও বলেন, আমরা অভ্যুথানের পরে দুইটা বড় জাতীয় অর্জন পেয়েছি। একটা পাকিস্তানের সাথে আমরা টেস্ট সিরিজ জয় করেছি। আর সাফ অনূর্ধ্ব-২০ এ চ্যাম্পিয়ন হয়েছি। এটা আমাদের জন্য ভাগ্যই বলা যায়। কারণ আমরা বেশি কাজ করার সুযোগ পাইনি। তবে এই ধারাবাহিকতা বজায় রাখতে আমি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে কাজ চালিয়ে যাবো। সম্প্রতি দেখা যাচ্ছে, আমরা স্মার্টফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছি এবং বিভিন্ন দিকে মনোযোগ সরিয়ে নিচ্ছি। তাই আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে।
এছাড়াও অন্যদের মাঝে রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনকসহ অনেকে।
উল্লেখ্য খেলায় রাবি ও রুয়েটের প্রায় ২হাজারের অধিক শিক্ষার্থী উপস্থিত থেকে স্লোগানে স্লোগানে গ্যালারি মুখরিত করে তুলে।