রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক সুজন সেনকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৯সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বনি আদম।
অধ্যাপক ড. বনি আদম বলেন, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগে আজ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে তাকে ক্লাস পরীক্ষাসহ সকল প্রকার অ্যাকাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
চাকরিচ্যুত বিষয়ে তিনি বলেন, এব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষার্থীরা অভিযোগপত্র জমা দিয়েছে। প্রশাসন থেকে এই ব্যাপারে সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি ক্লাস-পরীক্ষাসহ অ্যাকাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
উল্লেখ্য ১ লা সেপ্টেম্বর বিভাগের ৪৩জন শিক্ষার্থীর অভিযোগ এবং শিক্ষার্থীদের গণস্বাক্ষরের ভিত্তিতে ড.সুজন সেনকে অবাঞ্চিত ঘোষণা করেন। এরপর ৮সেপ্টেম্বর তার বিরুদ্ধে স্বেচ্ছাচারী, অযোগ্য, প্রতারক, দলদাস, চাটুকার, তেলবাজ ও দুর্নীতির অভিযোগে অপসারণের দাবি জানান এবং প্রতিকী কুশপুত্তলিকা দাহ করেন বিভাগের শিক্ষার্থীরা।