পৃথিবীতে বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করতে হলে একমাত্র পথ প্রদর্শক হযরত মুহাম্মদ (সাঃ)। তিনি এসেছেন গোটা মানবজাতির রহমত স্বরূপ। দুনিয়ার যত দর্শন, মনুষ্যসৃষ্ট মতবাদ আছে এগুলোতে কোনো কল্যাণ নেই। রাসূলের নির্দেশিত পথেই কল্যাণ নিহিত। তরুণ ছাত্র সমাজের দুনিয়া ও আখিরাতে উভয় জায়গায় সুফল পেতে সেই পথে অগ্রসর হতে হবে।বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রাসূলুল্লাহ (সাঃ) এর আদর্শ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসর প্রাপ্ত অধ্যাপক এ বি এম হিজবুল্লাহ এসব কথা বলেন।
১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুননবী উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন, আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন ও কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান সহ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনুর রহমান। এসময় প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের বিষয়ে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জাকারিয়া বলেন, গত বছরও এমন আয়োজন করা হলেও স্বাধীনভাবে অনেক কথা বলতে না পারে নি। কিন্তু এখন কুরআন- হাদিসের কথা স্বাধীনভাবে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে পারছেন।। এরকম ধর্মীয় আয়োজন আমাদের নীতি- নৈতিকতার সমৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
আরএ//