দ্বাদশ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ঘোষিত ৮ম দফা কর্মসূচির দ্বিতীয় দিন সকাল ৭টায় হরতালের সমর্থনে গুলশান ১ নম্বরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল, সড়ক অবরোধ ও পিকেটিং করে নেতাকর্মীরা। এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মোঃ রফিকূল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেনসহ (বাবলু) বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
পরে সকাল আটটায় রুহুল কবির রিজভীর নেতৃত্বে উত্তরায় জনপদ রোডে পিকেটিং করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান, বিএনপি নেতা হারুনুর রশিদ, হাজী জহিরুল ইসলাম, নাদিয়া পাপন, রিপন হাসান, বিপ্লব, চান মিয়াসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।