হত্যা মামলায়র দায়ে রিমান্ডে থাকাকালীন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি মো. সেলিম ‘অসুস্থ’ হয়ে পড়েন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে হাজি সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হয়। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
হাজি সেলিমকে গত রোববার দিবাগত রাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।
পরদিন সোমবার আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার ঘটনায় লালবাগ থানার মামলায় হাজি সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তাঁকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ।
আওয়ামী লীগের প্রার্থী হিসেবে হাজি সেলিম প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ১৯৯৬ সালে, তৎকালীন ঢাকা-৮ আসন থেকে। ২০০১ সালের নির্বাচনে তিনি প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর কাছে হেরে যান।
চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজি সেলিম প্রার্থী হননি। তাঁর বদলে ছেলে সোলায়মান মোহাম্মদ সেলিমকে ঢাকা-৭ আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি নির্বাচিতও হয়েছিলেন।