রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মোহতাসিম মাসুদ (২২) নিহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।
গ্রেপ্তারের বিষয়টি রূপগঞ্জ থানার পুলিশ বিডিএন৭১কে নিশ্চিত করেছে।
আহত শিক্ষার্থীরা হলেন, বুয়েটের আহসানউল্লাহ হলের অমিত সাহা (২২) ও মেহেদী হাসান (২১)। মাসুদসহ তারা তিনজনই বুয়েটের সিএসই বিষয়ে দ্বিতীয় বিভাগের শিক্ষার্থী।
পুলিশ জানায়, তিন বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী বুয়েট ছাত্র মোতাসিম মাসুদ। আহত হন মেহেদী খান ও অমিত সাহা নামে আরও দুজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।