বিকেন্দ্রীকরণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে রেললাইন অবরোধ করে তিন দফা দাবি উত্থাপন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বুধবার (৫ মার্চ) প্রায় ৩ ঘন্টা রেললাইন অবরোধ কর্মসূচির পর তারা এই দাবি জানান।
শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো হলো: ১. রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মাদ্রাসা, জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ থেকে যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার কাজে নিযুক্ত করতে হবে। ২. ইউজিসি, পিএসসি, সংস্থার কমিশনসহসহ সকল প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ৩. বিকেন্দ্রীকরণ বাংলাদেশ গড়ার লক্ষে দ্রুত সময়ের মধ্যে নতুন রূপরেখা প্রণয়ন করতে হবে।
এবিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, আমরা চাই ডি-সেন্ট্রালাইজড বাংলাদেশ, নতুন বাংলাদেশের প্রধান দাবি ছিলো পাহাড় থেকে সমতল যত যোগ্য মানুষ আছে তাদেরকে তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। পাবলিক প্রাইভেট, মাদ্রাসা, জাতীয় ও প্রাইভেটসহ যার যার হিস্যা তাদের বুঝিয়ে দিতে হবে। ঢাকা কেন্দ্রীক ক্ষমতা কুক্ষিগত করে রাখার প্রবণতার বিরুদ্ধে জুলাই নেমে এসেছিলো, কিন্তু জুলাই চলে যাওয়ার পর আবারও ক্ষমতা কুক্ষিগত করে রাখার প্রবণতা দেখা যাচ্ছে। ইউজিসি, পিএসসি, সংস্থার কমিশনসহ দেশের সকল ক্ষেত্রে এককেন্দ্রিক আধিপত্য দেখা যাচ্ছে। তারা গত ৭ মাসে অন্য কোনো অংশিদারকে সেভাবে মূল্যায়ণ করে নি। ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গড়ার এখনো অনেক সময় আছে৷ নতুন করে রূপরেখা প্রণয়ণ করে দ্রুত সময়ের মধ্যে তা কার্যকর করতে হবে।
স্টুডেন্ট রাইটস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহিম রেজা বলেন, ৫ আগস্টের বিজয়ের পর আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা ছিল আমরা সবাই একসঙ্গে রাষ্ট্র পুনর্গঠন করব। কিন্তু এতদিন পরে এসেও আমরা দেখছি ঢাবি বা ঢাকা কেন্দ্রিক নির্দিষ্ট একটি সিন্ডিকেটের কাছে রাষ্ট্র বন্দি হয়ে গেছে। এই আন্দোলনে বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণির মানুষ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা অস্বীকার করে এককভাবে ক্ষমতার কেন্দ্র ঢাবি বা ঢাকা বিশ্ববিদ্যালয়কে করা হয়েছে। আজকে রেললাইন অবরোধ করে আমরা দাবী জানাচ্ছি আন্দোলনের প্রত্যেকটা অংশীদার এবং পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ দিতে হবে।
এর আগে সকাল সাড়ে ১১ টা থেকে আন্দোলনকারীরা রাজশাহীর সাথে সারাদেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন করে অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর হওয়ার হুশিয়ারি দেন তারা। তারই ধারাবাহিকতায় আগামীকাল (৬ মার্চ) সন্ধ্যা ৭টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে আন্দোলনের ডাক দেন বিক্ষোভকারীরা।
দীন ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়