আজ (বুধবার) ভোরে গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল স্টেশনে ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ১ জন নিহত ও ৫-৬ যাত্রী আহত হয়েছেন।
দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী ট্রেন। সেখানে বিজিবি, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা আছেন।
গাজীপুর জেলা প্রশাসন বলছে, রেললাইন কাটার ঘটনা পরিকল্পিত নাশকতা। পরিকল্পিতভাবেই ভোরে রেললাইনের অন্তত ২০ গজ অংশ কেটে রেখেছিল দুর্বৃত্তরা।
যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে দুটি গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। এগুলো ব্যবহার করেই রেললাইন কাটা হয়েছে।
এ ঘটনায় জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। নাশকতাকারীদের আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।