আগের ম্যাচেই গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদো ছুঁয়েছিলেন ৯০০ গোলের মাইলফলক। এবার টানা দ্বিতীয় ম্যাচেও গোল পেলেন তিনি। তার গোলে পিছিয়ে থেকেও জয় তুলে নিয়েছে পর্তুগাল, ২-১ গোলে হারিয়েছে স্কটল্যান্ডকে।
রোববার (৮ সেপ্টেম্বর) নেশন্স লিগের ম্যাচে শুরুতেই পর্তুগালকে চাপে ফেলে স্কটল্যান্ড। ৭ মিনিটেই স্কট ম্যাকটমিনির গোলে এগিয়ে যায় স্কটল্যান্ড। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় পর্তুগাল।
বিরতির পর ৫৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে সমতা ফেরায় পর্তুগাল। এরপর বদলি হিসেবে মাঠে নামেন রোনালদো।
ম্যাচের ৮৮ মিনিটে মেন্ডেসের ক্রস থেকে গোল করে পর্তুগালকে জয় এনে দেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। তার এই গোলেই শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।