প্রায় এক মাস পর ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সুখের হয়ে ওঠেনি তার মাঠে ফেরাটা। রোনালদোর ফেরার ম্যাচে আল হিলালের কাছে ২-০ গোলে হেরেছে আল নাসর।
গত বৃহস্পতিবার রাতে সিজন কাপের ফাইনালে আল হিলালের মুখোমুখি হয়েছিল আল নাসর। ম্যাচের শুরুর ৩০ মিনিটেই জোড়া গোল হজম করে পিছিয়ে পড়ে রোনালদোর দল। ম্যাচে বেশ কয়েকবার মেজাজও হারান তিনি।
ম্যাচের ১৭ মিনিটে আব্দুলহামিদের অ্যাসিস্ট থেকে নাসরের জাল কাঁপান সার্গেই মিলানকোভিচ। শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।