আগামী আগস্টে বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু পাকিস্তানের সঙ্গে সীমান্তে চলমান উত্তেজনার কারণে এই সফর এখন অনিশ্চয়তার মুখে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাংলাদেশ সফর নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে।
বিসিসিআইয়ের ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানায়, সফরটি আগে থেকেই পরিকল্পিত থাকলেও চূড়ান্ত কিছু এখনো হয়নি। বর্তমান পরিস্থিতিতে সফরটি বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি।
সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। তবে সীমান্ত পরিস্থিতির অবনতির কারণে এই ম্যাচগুলো মাঠে গড়াবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে সিরিজের অনিশ্চয়তার পাশাপাশি বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। তারা দাবি করে, বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, যিনি অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ, নিজের একটি ফেসবুক পোস্টে ভারত-পাকিস্তান সংঘর্ষে চীনের সঙ্গে যৌথ সামরিক উদ্যোগ নেওয়ার পক্ষে মত দিয়েছেন এবং উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য দখলের পরামর্শ দিয়েছেন।
যদিও সেই ফেসবুক অ্যাকাউন্টটি ব্লু টিকপ্রাপ্ত নয় এবং তার বন্ধুর সংখ্যাও খুব সীমিত (৪২৭ জন), তবুও প্রতিবেদনটিতে তার মন্তব্য গুরুত্বসহকারে উপস্থাপন করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় ২৬ জন নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, যার ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন ও সীমান্তে উত্তেজনা বেড়েছে। এরই প্রেক্ষাপটে ভারতের বাংলাদেশ সফর নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
এই উত্তেজনা নিরসন না হলে ভারতীয় দলের সফর বাতিল হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।