ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যে র্যাপারদের নিয়ে একটি কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পূর্ব ঘোষণা অনুযায়ী কনসার্টটি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার, ২২ আগস্ট।
তবে দেশের বন্যা পরিস্থিতির অবনতি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে কনসার্টটি স্থগিত করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন।
রিফাত রশিদ জানান, দেশের পূর্বাঞ্চলে বন্যা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে রাজু ভাস্কর্যে বৃহস্পতিবারের কনসার্টটি স্থগিত করা হয়েছে। এখন বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর সময় এসেছে, তাই সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে এই তথ্য শেয়ার করে বন্যার্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, দেশের পূর্বাঞ্চলে ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর প্লাবিত হয়েছে এবং আশপাশের অন্তত ১০টি গ্রামে পানি প্রবেশ করেছে। ফলে প্রায় সকল ধরণের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এমএ//