২০২১ সালে চিকিৎসক ইসরাত রফিক ঈশিতাকে গুমের দায়ে র্যাবের ৬ সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে।
ওই চিকিৎসক রবিবার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেন।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, এ চিকিৎসক ইউএসএ’র একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছিলেন। ময়মনসিংহের কমিউনিটি বেজড হসপিটালের ডাক্তার ছিলেন তিনি তাকে ২০২১ সালের ২৮ জুলাই তুলে নিয়ে যায় র্যাব। ৫ দিন পর ২ আগস্ট তাকে আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে মাদকের মামলা দেওয়া হয়। তিন মামলায় ১২ দিনের রিমান্ডে নেওয়া হয়। মাঝখানে ৫ দিন তাকে গুম করে রাখা হয়। এ সময় নানাভাবে তাকে টর্চার করা হয়। তিনি গুমের অভিযোগ দিয়েছেন। এটা গ্রহণ করেছি।
আরএস