চাঁদপুর সদর মডেল থানায় পুলিশের উপপরিদর্শক আব্দুস ছামাদকে লাঞ্ছিত করার ঘটনায় একদল শিক্ষার্থী তার নিকট সরাসরি উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করেছে।
গত সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর মডেল থানায় পুলিশের উপপরিদর্শক আব্দুস ছামাদকে একদল শিক্ষর্থী দলবেঁধে এসে লাঞ্ছিত করে। পরে আজ ১০ সেপ্টেম্বর তার নিকট ক্ষমা প্রার্থনা করেছে একদল শিক্ষার্থী।
উক্ত ঘটনার প্রেক্ষিতে তিনি বলেন:
“আমার ছেলেও বিশ্ববিদ্যালয়ে পড়ে। এই শিক্ষার্থীরাও আমার সন্তানের মতো। তাই তাদেরকে সংশোধন করার সুযোগ দিতে হয়। আশা করছি, ভবিষ্যতে তারা বড়দের সম্মান করবে। ছোটবড় যে কেউ কোনো ভুল করলে তাকে শোধরানোর সুযোগ দিতে হবে।”
উল্লেখ্য, চাঁদপুরের কোড়ালিয়া এলাকায় একটি মামলার তদন্ত করতে গিয়ে দুপক্ষের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান পুলিশের উপপরিদর্শক আব্দুস ছামাদ । তাদের রোষানলের শিকারও হতে হয় তাকে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের একটি পক্ষ থানায় এসে চড়াও হয় আব্দুস ছামাদের উপর।
বিএন/আরএস//