সোমবার (১ জানুয়ারি) বিকালে কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী ৭ তারিখ বিএনপিকে লালকার্ড দিয়ে চিরতরে বিদায় জানাতে হবে বলে মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি কোথায়? মাঠে আছে? নাকি পালিয়ে গেছে। তারা ২৮ অক্টোবরই ফাউল করে লালকার্ড খেয়ে বাদ হয়ে গেছে, গভীর খাদে পড়ে গেছে। ফাইনাল খেলা ৭ জানুয়ারি। সেদিন এদের চিরতরে লালকার্ড দিয়ে বিদায় জানাতে হবে।
তিনি আরোও বলেন, ৭ তারিখ খেলা হবে। জোরদার খেলা হবে। আগুনসন্ত্রাস, লুটপাট, সাম্প্রদায়িকতা ও অবরোধের বিরুদ্ধে খেলা হবে। তারেক জিয়া বাংলাদেশের কলঙ্কিত সন্তান। এই তারেকের বিরুদ্ধে একসঙ্গে খেলা হবে।