লিটনের ওপর চটেছে বিসিবি !

আগামী শনিবার বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে টাইগাররা।
ওই ম্যাচ জিতলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলার একটা সুযোগ থাকবে টাইগারদের। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেতার এক শতাংশও সম্ভাবনা দেখছেন না খোদ বাংলাদেশ দলের ক্রিকেটাররাই।
আঙুলের ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে বাংলদেশ অধিনায়ক সাকিব আল হাসানের।
ইনজুরির বাহানা দেখিয়ে শেষ ম্যাচ না খেলে গতকাল মঙ্গলবারই দিল্লি থেকে ঢাকায় ফিরেছেন তিনি। তাঁর সঙ্গে একই বিমানে দেশে ফিরে এসেছেন লিটন দাসও। লিটনের ওপর চটেছে বিসিবি !
লিটনের ওপর চটেছে বিসিবি ! বাংলাদেশ ক্রিকেট দলের অনেক খেলোয়াড় ফিরছেন দলে দলে।
তার এই দেশে ফেরার খবরেই শুরু হয়েছে তুলকালাম কান্ড। দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটারের আচমকা দেশে ফিরে আসার খবর জানতে পেরেই চটেছেন বিসিবি সভাপতি।
এবারে এই ওপেনারের দেশে ফেরা সহজভাবে নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট ও বিসিবি।
এর আগেও ১ নভেম্বর আচমকা দেশে ফিরেছিলেন লিটন। দু’দিন কাটিয়ে ফের দলের সঙ্গে যোগ দিয়েছিলেন।
এবার লিটন দাসকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সময় বেঁধে দিয়েছে, বৃহস্পতিবারের মধ্যে পুনেতে গিয়ে দলের সঙ্গে যোগ দিতে হবে তাকে।
এদিন তাকে অনুশীলনও করতে হবে। জানা গেছে,লিটনের স্ত্রী দেবশ্রী সঞ্চিতা সন্তানসম্ভবা।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে চলতি বিশ্বকাপে দ্বিতীয় দফায় চন্ডিকা হাথুরুসিংহের কাছে ঢাকায় আসার জন্য ছুটি চেয়েছিলেন লিটন।
সে সময়ে কোচ হাথুরু লিটনকে বলেছিলেন, বিসিবি রাজি থাকলে তার আপত্তি নেই।
এরপর টিম ডিরেক্টর খালেদ মাহমুদের দ্বারস্থ হন উইকেটকিপার এ ব্যাটার। টিম ডিরেক্টর মাহমুদই লিটনের ছুটি মঞ্জুর করেন।
তবে ছুটি নিয়ে প্রথমে আপত্তি তোলা হলেও সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার যুক্তি দেখিয়ে ছুটি পেয়ে যান লিটন।
মানবিক দিক বিবেচনা করে লিটনকে ছুটি দিলেও বিষয়টি নিয়ে বেশ বিরক্ত বিসিবি সভাপতি।
সংবাদমাধ্যমে লিটনের দেশে আসার খবর পেয়ে চটেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন ।
লিটনকে জোর গলায় বলে দিয়েছে, আগামীকালের মধ্যে দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন করতে।
আর যদি লিটন আগামীকালের মধ্যে দলের সঙ্গে যোগ না দেন, তাহলে তার উপর কঠোরও হতে পারে বিসিবি।দেওয়া হতে পারে শাস্তি।
বিসিবি সভাপতির ওই হুঁশিয়ারির পরেই প্রশ্ন উঠেছে, হিন্দু বলেই কী করা হচ্ছে লিটনের সঙ্গে এমন বৈষম্যমূলক আচরণ?
অবশ্য ভারত বিশ্বকাপে ব্যাট হাতে খুব একটা অবদানও রাখতে পারছেন না এ ওপেনার।
চলতি আসরে দুই ফিফটিতে তার ব্যাট থেকে এসেছে ২৪৮ রান। বিশ্বকাপের আগেও খুব একটা ফর্মে ছিলেন না লিটন।
১০ ইনিংসের মধ্যে মাত্র একটিতে ফিফটি এসেছিল তার ব্যাট থেকে।
উল্লেখ্য, বিশ্বকাপে আর মাত্র একটি ম্যাচই বাকি বাংলাদেশের। ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আমাদের বিডিএন ৭১ এর ফেসবুক ঘুরে আসুন ।


