ভৈরবে থানা ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে অস্ত্র, রাবার বুলেট, ফ্রিজ, পুলিশের হেলমেট, দরজা মোটরসাইকেল, জানালাসহ অসংখ্য মালামাল।
সোমবার (১২ আগস্ট) ভৈরবপুর এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার হওয়া মালামাল সেনাবাহিনীর লেফট্যানান্ট কর্নেল ফারহানা আফরিনের কাছে হস্তান্তর করেছে অভিযানকারী শিক্ষার্থীরা।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভৈরবের থানা কার্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ভৈরবের বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা লুট হওয়া অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার অভিযান পরিচালনা করেন।
নাসিফ/এমএ//